#শাপলা বিল/রূপগঞ্জ
ঢাকার
খুব কাছের পরিচিত এই জায়গাটি যার নাম ‘শাপলার বিল’।
এই জায়গাটিকে সবাই
‘শাপলার বিল’ নামে চিনলেও
এর আসল নাম কিন্তু শিমুলিয়া কুলাদি বিল। নারায়ণগঞ্জ
জেলার রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশেই
এই বিল। পাথরে বন্দি
জীবন কাটানো মানুষরা প্রশান্তির
জুয়ারে ভাষেন এবং এক নতুন আশায়
ছুটে আসেন ফুল ফোটার পর থেকেই
এ বিলে।
অনেক দূর
থেকেই চোখ কেড়ে নেবে লাল আর সবুজের
খেলাতে। কাছে গেলে আরও
স্পষ্ট হবেন দেখে শাপলা ফুলের এক
প্রাকৃতিক স্বর্গ। দেখেই যেন অবাক হয়ে তাকিয়ে রইবে প্রকৃতির এই আলোকিক রুপ দেখে চোখ
জুড়িয়ে যাবে। আগাছা আর
লতা ভরা বিলের পানিতে
ফুটে থাকা হাজার হাজার
লাল শাপলা দেখতে কার
না ভালো লাগে!
শাপলাপাতার
ফাঁকে ফাঁকে পানিতে প্রতিফলিত
হয়ে সূর্যের সোনালি আভা কয়েক
গুণ বাড়িয়ে দেয় এই
বিলের সৌন্দর্য। নৌকা কিংবা হাঁটুপানি
পাড়িয়ে বিলের ভেতর ঢুকলে
মনে হবে যেন বাতাসের তালে তালে এপাশ
খেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ
দুলতে দুলতে হাসিমুখে স্বাগতম
জানাচ্ছে শাপলারা। সে হাসিতে বিলজুড়ে
ছড়িয়ে পড়ছে আনন্দধারা।
লাল, সাদা ও বেগুনি
রঙের এই তিন ধরনের শাপলা জন্মে
এ বিলে । কিন্তু
দেখা যাচ্ছে লাল শাপলাই বেশি। সাধারণত
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত
বিলে শাপলা থাকে।েআর সেই সময়টাতেই দেখা যায় প্রযটকদের ভির। শত শত
মানুষের আনাগনা থাকে সেইখানে। ছোট নৌকা
রয়েছে সেখানে বেশ কয়েকটি, ঘুরে
বেড়াতে দেখা যায় সেগুলোতে।
ঘণ্টা চুক্তিতে ঘুরতে পারেন ।
যেভাবে যাবেন
দেশের
যে কোনো জায়গা থেকে
রূপগঞ্জ যেতে পারেন। এরপর
সেখান থেকে কাঞ্জন ব্রিজ।
অথবা কুড়িল বিশ্বরোড থেকে
মাইক্রোতে যেতে পারেন কাঞ্চন
ব্রিজ। জনপ্রতি ভাড়া নেবে ৬০
টাকা। এরপর সেখান থেকে
অটো রিকশায় যাবেন শিমুলিয়ায়।
see the nex |
0 Comments