সুন্দর
মসৃণ উজ্জ্বল ত্বক আমরা সবাই
চাই। আর সুন্দর মসৃণ
ত্বকের প্রধান শত্রু হল
একনে বা পিম্পল। কিন্তু
আপনার হাতের নাগালের মধ্যেই
রয়েছে অনেক কিছু যা
দিয়ে আপনি সহজেই একনে
বা পিম্পলকে বলতে পারেন বাই
বাই। ঘরে বসেই একনে
ও পিম্পল(Pimple) দূর করার জন্য
রয়েছে অনেক সহজ উপায়।
উপায়গুলো যেমন সহজ তেমনি
নির্ভরযোগ্য , যা করতে আপনার
তেমন কোন খরচও হবে
না। আমাদের হাতের কাছেই
রয়েছে সেসব উপাদান। আসুন
জেনে নিই, সেইসব অতি
সহজ পন্থাগুলো।
লেবুর
রস
একটি পাত্রে লেবুর ফ্রেশ
রস নিয়ে তারমধ্যে কটন
বল ভিজিয়ে সারা রাত
কটন বলটি একনে বা
পিম্পল এর উপর রেখে
ঘুমিয়ে পড়ুন । সকাল
বেলা পরিস্কার ঠাণ্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন ।
আদা
আদা পাতলা টুকরো করে
কেটে ১০-১৫ মিনিট
আস্তে আস্তে একনে বা
Pimple এর উপর ঘষে ঘষে
পরিস্কার ঠাণ্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন ।
রসুনের
রস
২ কোয়া রসুন থেঁতলে
এর রস বের করে
ব্রণের উপর একটি পরিষ্কার
তুলোর বল বা কটনবাডের
সাহায্যে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে
ধুয়ে ফেলুন।
ব্যবহারকৃত
গ্রিন টি ব্যাগ
যাদের
গ্রিন টি খাওয়ার অভ্যাস
আছে তারা গ্রিন টি
বানিয়ে খাবার পর টি
ব্যাগটা ফেলে না দিয়ে
ফ্রিজে রেখে দিন। রাতে
ঘুমাতে যাবার আগে মুখ
ধুয়ে ঐ ঠাণ্ডা গ্রিন
টি ব্যাগ টা ব্রণে
আক্রান্ত স্থানগুলোতে ১০ মিনিট করে
ধরে রাখুন। তারপর মুখ
না ধুয়ে ঘুমিয়ে যান।
সকালে উঠে মুখ ধুয়ে
নিন।
বরফ
বরফের
টুকরো তুলা(Cotton) দিয়ে মুড়িয়ে প্রতিদিন
কয়েকবার একনে বা পিম্পল
এর উপর কিছু ক্ষণ
রেখে দিন। এতে একনে
বা Pimple এর লালচে ভাব
দূর হবে এবং দগদগে
ভাবও দ্রুত কমে যাবে
।
টি ট্রি অয়েল
রাতে ঘুমাতে যাবার আগে
মুখ ধুয়ে টিস্যু দিয়ে
মুছে তারপর পরিষ্কার তুলোর
বলে টি ট্রি অয়েল
নিয়ে স্কিনের যে যে স্থানে
অ্যাকনে আছে তাতে সরাসরি
লাগিয়ে নিন। সকালে উঠে
মুখ ধুয়ে ফেলুন। টি
ট্রি অয়েলের প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সারাতে
সাহায্য করে। ভালো মানের
টি ট্রি অয়েল যমুনা
ফিউচার পার্কে অবস্থিত শপ.সাজগোজ.কম– এ
পেয়ে যাবেন।
বেকিং
সোডা
এক টেবিল চামচ বেকিং
সোডা লেবুর রস বা
পরিস্কার পানি দিয়ে গুলিয়ে
একনে বা পিম্পল এর
উপর না শুকানো পর্যন্ত
রেখে দিন। এরপর পানি
দিয়ে ধুয়ে ফেলুন ।
এক টেবিল চামচ মধু
ও এক টেবিল চামচ
দুধ একত্রে মিশিয়ে একনে
বা Pimple এর উপর ২০
মিনিট পর্যন্ত রেখে দিন ।
এরপর পরিস্কার ঠাণ্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন ।
পেপে
পাকা পেপে ভালোভাবে পেস্ট
করে একনে বা পিম্পল
এর উপর ২০ মিনিট
পর্যন্ত রেখে দিন ।
এরপর পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন ।
কমলার
খোসা
কিছু কমলার খোসা ভালো
করে ব্লেন্ডারে ব্লেন্ড করে পানি মিশিয়ে
পেস্ট বানিয়ে একনে বা
পিম্পল এর উপর ৩০
মিনিট পর্যন্ত রেখে দিন ।
এরপর পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে
মুখ খুব ভালোভাবে ধুয়ে
ফেলুন।
অ্যালোভেরা
অ্যালোভেরা(Alovers)
জেল নিয়ে ২০ মিনিট
পর্যন্ত বা সারা রাত
একনে বা পিম্পল এর
উপর রেখে দিন ।
এরপর ঠাণ্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন ।
কলা
কলার খোসা পেস্ট বানিয়ে
একনে বা পিম্পল এর
উপর কমপক্ষে ৩০ মিনিট রেখে
দিন । এবং
পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন ।
ওটমিল
এক টেবিল চামচ ওটমিল
ও দুই টেবিল চামচ
মধু ভাল করে একত্রে
মিশিয়ে একনে বা পিম্পল
এর উপর কমপক্ষে ৩০
মিনিট রেখে দিন এবং
পানি দিয়ে মুখ খুব
ভালোভাবে ধুয়ে ফেলুন ।
দই আর মধুর
মাস্ক
১ টেবিল চামচ
টক দই আর ১ টেবিল চামচ খাঁটি মধু একটি পাত্রে নিয়ে মিশিয়ে মুখে লাগান। আধা ঘণ্টা রেখে
ধুয়ে ফেলুন।
ডিম আর দারুচিনির মাস্ক
একটি ডিম আর ২
চা চামচ দারুচিনির গুঁড়ো
একটি বাটিতে নিয়ে ভালোভাবে
মিক্স করে ফ্রিজে রেখে
দিন কমপক্ষে আধা-এক ঘণ্টা।
তারপর মাইল্ড ফেসওয়াশ দিয়ে
মুখ দিয়ে একটি টিস্যু
দিয়ে মুখ ঘষে চোখের
চারপাশের অংশ বাদ দিয়ে
আস্তে আস্তে পুরো মুখে
চামচের সাহায্যে মাস্কটি লাগিয়ে নিন। দারুচিনির
কারণে চামড়ায় সামান্য জ্বলুনি
অনুভূত হতে পারে। এক
ঘণ্টা পর পানি দিয়ে
ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।
ভালো ফলাফল পেতে প্রতিদিন
একবার করে কমপক্ষে দুই
সপ্তাহ ব্যবহার করুন। ডিম আপনার
স্কিনের পোরগুলোকে ছোট করবে, আর
দারুচিনি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণগুলোকে সারিয়ে
তুলবে। এই মাস্কটি একবার
বানালে কমপক্ষে তিনদিন ব্যবহার করতে
পারবেন।
মধু আর দারুচিনির মাস্ক
৩চা চামচ খাঁটি মধু
আর ১চা চামচ দারুচিনির
গুঁড়ো (যেকোন সুপারশপে কিনতে
পাবেন/ বাসায় ও আস্ত
দারুচিনি বেটে নিতে পারেন)
একটি পাত্রে নিয়ে ভালো
করে মিক্স করে যে
যে স্থানে একনে/ব্রণ
হয়েছে সেসব স্থানে ভালোভাবে
লাগিয়ে আধা ঘণ্টা রেখে
দিন। তারপর কুসুম গরম
পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন।
অ্যাপল
সাইডার ভিনেগার
রাতে ঘুমাতে যাবার আগে
এক চা চামচ খাঁটি
আনফিল্টার্ড অ্যাপল সাইডার ভিনেগার
আর ৩ চা চামচ
পানি মিক্স করে এক
টুকরো পরিষ্কার তুলোর বল ঐ
মিশ্রণে ভিজিয়ে ব্রণের উপর
লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে
উঠে মুখ ধুয়ে ফেলুন।
দিনে যদি বাসার বাইরে
না যান তাহলে দিনে
ও লাগাতে পারেন, কমপক্ষে
২০ মিনিট স্কিনে রাখতে
হবে। অ্যাপল সাইডার ভিনেগার
স্কিনের পি এইচ ব্যালেন্স
ঠিক করতে সাহায্য করে
এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে
দূর করে।