ভালবাসা কেন এমন হয়

ভালবাসা কেন এমন হয়???
কখন হাসায়, কখনও কাদায়ঁ।
কখনও আবার সপ্নের সাগরে ভাষায়।
কখনও নিয়ে যায় দূর নিলিমায়।
আবার কখনও ভাষায় কষ্টের জুয়ারে
না পাওয়ার বেদনায়।
কখন মনে আশা জাগায়
এক মুহুতে সে আশা ভেঙ্গে চলে যায়।
ভালবাসা কেন এমন হয়।
যে যাকে চায় সে তাকে না পায় ।
যে যার পথ পানে চায়
সে অন্য কারোমুখ পানে চায়।
যে যাকে নিয়ে ভাবে সে হয়ত
অন্য কাউকে নিয়ে ভাবে...।
সত্যিই সে কি কখনই বুঝবে না যে
তাকে কেউ একজন ভাবে???
নাকি ভালবাসা এরকমই নীরব
চোখের জল ফেলে যাবে...




0 Comments