★কারো মনের এত গভীরে প্রবেশ করোনা, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো মাঝে এত বেশি হারিয়ে যেওনা, যাকে হারালে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। ★কারো সাথে এত বেশি মনের কথা বলোনা, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে।কাওকে এত বেশি বিশ্বাস করনা তার কাছ থেকে বিশ্বাস হারা হলে সবার প্রতি তোমার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ★কারো মুখপানে এতবেশি চেয়োনা,যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে.........।

0 Comments