আমি অবুঝ,

আমি অবুঝ,
কখনো ভালবাসার মানে বুঝিনি
আমি অসত,
তাই ভালবাসা চাইনি-
তবে----, ভুলের মাশুল দিতে হয়েছিল সেদিন
আমার সত্যি ভালবাসাকে তুমি মিথ্যে ভেবেছিলে যেদিন....

বিশ্বাস তোমার কখনোই হয়নি-
র্ব্যাথ আমি আমার ভালবাসা তোমায় বুঝাতে পারিনী
আমি ভালবাসা হারিয়ে বুঝেছি,
আমি কষ্ট সয়ে কেঁদেছি,
আমি বুক ভাসিয়েছি শুধু তোমার কথা ভেবে
কত রাত জেগে রয়েছি,
তোমার পথপানে শুধু চেয়েছি এই আসবে বলে। কিন্তু হায়! নিয়তি- আমায় বেছে নিল,
তোমার থেকে দূরে সরিয়ে দিল 
আজ অযথাই স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
আশার বালুচরে

0 Comments