অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে



অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে
কখনো উঁকি দেয়- কখনো আবার 
চলে আসে মনেরই অজান্তে
আর সাথে করে নিয়ে আসে অঝশ্র কষ্ট।
অনেক প্রশ্ন আজ বুকের মাঝে নিয়ে বসে আছি 
কিন্তু কখনও করার সময়টুকুও দিলেনা চলে গেলে দূরে
নিরবে নিশ্চুপে..... 
চলেই যদি যাবে তবে কেন এ জীবনে এসেছিলে
ভুলেই যদি যাবে তবে কেন ভালোবাসা শিখালে
ব্যাথাই যদি দিবে,তবে কেন ভালোবেসে
ছিলে.
ভুলেই যদি যাবে, তবে কেন স্বপ্ন দেখিয়ে
ছিলে.
সেদিনের কথা আজ ও ভুলিনি আমি,
হাতে হাত রেখে বলেছিলে তুমি,
মরণ ও যদি আসে এই হাত ছারবেনা কখনো
আজ খুব যানতে ইচ্ছে করে,
সার্থপরের মত কেনো দূরে চলে গেলে?
আমিত পারিনী ভুলে যেতে তোমাকে
আমিত সেই আগের মতই আছি,
আগের মতই তোমাকে ভালোবাসি,
আগের মতই বার বার চোখে অশ্রু আসে
আমার,
আগের অশ্রু ছিল সুুখের,
আর এখনের অশ্রু জানিনা কিসের



অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে
dekhlina redoyer kanna....
অপ্রকাশিত
কষ্ট কষ্ট কষ্ট
আমি অবুঝ,
আজ আমায় হারাতে নেই মানা
tomar kotha mone
ভালোবেসেছিলাম আমি
সুখ তুমি সুখে থাকো
আমি আর থাকবো না
তুমিও কি তেমনি কর
শুধু তোমারই জন্য
কিছু কথা
তবু মৃদু হেসে বিদায় জানিয়েছি
স্বপ্নগ্রহন
ভালো থাকুক আপনজন
একটি না বলা শব্দ
আনমনা ছেলে তুমি,আকাশ পানে কি এমন খোজ?
মেঘ হয়ে যদি বৃষ্টি ঝড়ে


0 Comments