কষ্ট শুধুই কষ্ট

মনটা সব সময় তার জন্যই কাঁদে
যে কষ্ট দেয় বেশি.......!!
মনটা শুধু তার জন্যই আকুল হয়ে রয়
যে অবহেলা করে সবচেয়ে বেশি....!!
মনটা শুধু তার অপেক্ষাতেই রয়
যে আসবেনা কোনদিন জানি ....!!
পাগল এই মনটাকে কি করে বুঝাই
যে সব চাওয়া পূরণ হয়ণা.....!!
সব ভালবাসার ইতি সুখের হয়না..........
 
 

0 Comments