কিছুই ভালো লাগছে না আজ...নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে...মনে হচ্ছে যেনো আমি হৃদপৃন্দহীন হয়ে গেছি ... যার দেহখানি আছে শুধু । মনে হচ্ছে যেনো আমি প্রান বিহীন হয়ে গেছি .... যে না মরে মরার মত বেচেঁ আছি। হাসার ইচ্ছে নেই তবুও হাসতে চেষ্টা করছি ...অনিশ্চয়তার চাদর আকরে ধরেছে আমাকে আর আমি আজ সে ভাবেই আছি বলার জন্য বলব ভালো আছি ...
.
যাই হোক আনমল ..
.

0 Comments