ভালবাসা ভালবাসে শুধুই তাকে

পৃথিবীর সবার কাছে তুমি রত্ন হলেও, হয়তো যাকে তুমি মন প্রান উজাড় কলে ভালোবাস তার কাছে তুমি মূল্যহীন। তািই বলে তমি নিজেকে নিঃশ্ব মনে করনা।  তুমি কষ্ট পেলে যে বুঝেও বোঝে নাজেনে রেখসে তোমাকে কখনই ভালোবাসেনি.... ..  যখন  জীবন থেকে চিরতরে কোন কিছু হারায়, তখনই মানুষ সেটার প্রয়োজনিয়তা উপলব্ধি করতে পারে। ঠিক তোমায় হারিয়ে একদিন বুঝতে পারবে কি ছিলে তুমি তার জন্য। সে একদিন বুঝবে যে  অবহেলা পেতে পেতে আপন মানুষ ও একদিন পর হয়ে যায় পৃথিবীতে সর্ব শ্রেষ্ঠ কষ্ট হলো, আপন জনের অবহেলা .. আসল প্রেম কে ভুলে নকল প্রেম নিয়ে কেউ কখনই সুখে হতে পারে নাকারণে অকারনে তার ফেলে আসা প্রকৃত প্রেম মনের মাঝে এসে তোড়পাড় করবেইদুঃখী মানুষ কখনই মনে শান্তি পায় না । অশান্তির মালায় গেথে যায় তার জীবন। তাই কথায় আছে ভালবাসা ভালবাসে শুধুই তাকে ভালবেসে ভালবাসাই বেধে যে রাখে ...............


0 Comments