রচনা করেছি শুধুই তার জন্য

মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন
করে কাছে পেতে ইচ্ছে করে । 
ইচ্ছে করে হারিয়ে যাই শুধু তারই মাঝে....... ইচ্ছে করে মন খুলে বলি তাকে  মনের
গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি, তাকে নিয়ে সাজানো সপ্ন ও আশা, 
ভালবাসার মিষ্টি মধুর প্রলাপ –আর তার প্রতি আমার যে লুকিয়ে রাখা যত ভালবাসা.....
যে কথাগুলো তাকে বলার
জন্য সাজিয়ে রেখেছি বুকের ভেতর অনেক যত্ন
করে
যে অনুভূতি গুলো আমার স্বপ্ন
দিয়ে রচনা করেছি শুধুই তার জন্য.......





অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে
dekhlina redoyer kanna....
অপ্রকাশিত
কষ্ট কষ্ট কষ্ট
আমি অবুঝ,
আজ আমায় হারাতে নেই মানা
tomar kotha mone
ভালোবেসেছিলাম আমি
সুখ তুমি সুখে থাকো
আমি আর থাকবো না
তুমিও কি তেমনি কর
শুধু তোমারই জন্য
কিছু কথা
তবু মৃদু হেসে বিদায় জানিয়েছি
স্বপ্নগ্রহন
ভালো থাকুক আপনজন
একটি না বলা শব্দ
আনমনা ছেলে তুমি,আকাশ পানে কি এমন খোজ?
মেঘ হয়ে যদি বৃষ্টি ঝড়ে



0 Comments