সে জনম আমার যাবে বৃথায়

যাকে ভালোবাসা যায়
তাকে তো ভুলে থাকা যায় না...।
যত রয় দূরে -এ হৃদয় পোড়ে
তবু মন তারে দেখার ধরে বায়না…
ঘরেতে আমার মন যে রয়না......
তাকে ছাড়া এক মুহুর্ত বেচেঁ থাকা যে বড় দায়.......
যে জনমে নেই সে.... সে জনম আমার যাবে বৃথায়......

0 Comments