Caronavirus : প্রাণঘাতী মহামারী- আবার ১০০ বছর পর।আবার কি ১০০ বছর পরে দেখা যেতে পারে পৃথিবীতে প্রাণঘাতী কোনো মহামারী?
১০০ বছর অন্তর অন্তর
প্রাণঘাতী মহামারী পৃথিবীতে আছড়ে পড়ে। ঘটনাটা
কাকতালীয় মনে হলেও এটাই
সত্য।
Caronavirus: ঠিক
আবার ১০০ বছর পর,
পৃথিবীতে ফিরে এল আরেক
মহামারী, যার বর্তমান নাম
করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস
আজ বিশ্বের গোটা জনগোষ্ঠীকে করছে
নাজেহাল, প্রাণ কেড়ে নিচ্ছে
বহু মানুষের। একটু ইতিহাসের পাতা
ওলটালেই দেখা যাবে, প্রতি
১০০ বছর পর পর
পৃথিবীতে নেমে আসছে এক
সুবিশাল মহামারী। তবে এই ২০২০
সালের করোনা ভাইরাসই প্রথম
নয়, এর আগেও ঘটেছে
ভয়াবহ মহামারী। ১৭২০ সালে ঘটেছিল
মারণরোগ প্লেগ যা 'ব্ল্যাক
ডেথ' নামেও পরিচিত। এই
প্লেগ এই
প্লেগ রোগের কারণে সেই
সময় এক লক্ষের কাছাকাছি
মানুষ মারা গেছিল। ঠিক তারই ১০০
বছর পরে, ১৮২০ সালে
পৃথিবীতে আবার দেখা
গেল মহামারী, যার
নাম কলেরা। এই কলেরা
মহামারীর প্রধান উৎস ছিল
পানীয় জল এবং
কলেরার ফলেই পৃথিবীতে এক
লক্ষেরও বেশি মানুষের প্রাণনাশ
হয়েছিল।
আবার ১০০ বছর পরে
ঠিক ১৯২০ সালে দেখা
গেল নতুন এক মহামারী
যার নাম স্প্যানিশ ফ্লু, যার
ফলস্বরূপ আনুমানিক ৩৯ লক্ষেরও বেশি
মানুষ মারা গেছিল। যদিও
কাকতালীয় মনে হয় কিন্তু
আবার ১০০ বছর পর
পৃথিবীতে আসলে করোনাভাইরাস আরেক
নাম COVID-19।
এই করোনা ভাইরাসের উৎস
চীন দেশ। এই
করোনা মহামারীর ফলে আজ গোটা
বিশ্ববাসী নাজেহাল যদিও বর্তমানে বিজ্ঞান
এবং চিকিৎসা ব্যবস্থা বহু উন্নত কিন্তু
তবুও এই মারণ রোগের
প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি।
বর্তমান
পরিসংখ্যান বলছে সারা বিশ্বজুড়ে
৭৮৬২৫৪ এর বেশি মানুষ
আজ করোনা আক্রান্ত এবং
৩৭৮৩০ জনের বেশি মানুষ
মৃত। সারা বিশ্বের সাথে
ভারতও আজ করোনা আক্রান্ত।
বর্তমান দিন অবধি ভারতে
১১১৭ এর কাছাকাছি মানুষের
আজ করোনা পজিটিভ এবং
এই প্রাণঘাতী মহামারী প্রাণ কেড়েছে 32 জন
মানুষের। আগামী দিনে আরও
বাড়তে পারে এই পরিসংখ্যান।
তবে কি এই করোনা
মহামারী ১৯২০ সালের থেকেও
বড় আকার ধারণ করবে?
আবার কি ১০০ বছর
পরে দেখা যেতে পারে
পৃথিবীতে আবার এক প্রাণঘাতী
কোনো মহামারী? আজও এর উত্তর
সবার কাছে অজানা।
0 Comments