মুখ ফর্সা,কিন্তু হাত-পা শ্যামলা কিংবা সামান্য কালচে বর্ণের- দেখতে একটু খারাপই লাগে তাই না?আপনার মুখের তুলনায় হাত পায়ের রঙ যদি একটুখানি কালো হয়ে থাকে,তাহলে নিশ্চয়ই বেশ লজ্জায় পড়ে যান মাঝে মাঝে?সবসময় নিশ্চয়ই ফুলহাতা জামা কাপড় পরে পুরো হাতদুটো কিংবা পুরোটা ঢেকে রাখে এমন জুতো পরে পা দুটো ঢেকে রাখার চেষ্টা করেন!আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই!কেননা আজ আমরা আপনাকে জানিয়ে দেবো আপনার প্রিয় মুখের মতই হাত পা ফর্সা করার দারুণ ২৮ প্রাকৃতিক পদ্ধতি।
১. কমলার খোসা শুকিয়ে
সেটা গুঁড়ো করে কাঁচা
দুধের সাথে মিশিয়ে নিয়মিত
হাতে পায়ে লাগান,অবশ্যই
ভাল ফলাফল পাবেন।
২. শসা, টমেটো এবং
লেবুর রসের সাথে চন্দন
গুঁড়ো মিশিয়ে হাতে পায়ে
লাগান আর ১৫ মিনিট
পরেই দেখুন কালচে পড়া
হাত পায়ের উজ্জ্বলতা।
৩. ২ টেবিল চামচ
বেসন, ২ চিমটি কাঁচা
হলুদ, ২-৩ ফোঁটা
লেবুর রস আর ১
চা চামচ দুধ দিয়ে
প্যাক বানিয়ে ফেলুন।
হাতে এবং পায়ে ৫
মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন এই প্যাকটি। তারপর
২০ মিনিট পরে ঠাণ্ডা
পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে
মনে রাখবেন হলুদ কিন্তু
সবাইকে স্যুট করে না। তাই
আগে একটু টেস্ট করে
নিবেন কাঁচা হলুদ আপনার
বন্ধু না শত্রু।
৪. ঘৃত কুমারীর নাম
আমরা সবাই শুনেছি।
এটির থকথকে জেলটা হাত-পায়ের যত্ন নিতে
হাতে-পায়ে রাব করলে
ভাল উপকার পাওয়া যায়।
৫. ১ টেবিল চামচ
গুড়োঁ দুধ, ১ টেবিল
চামচ মধু, ১ টেবিল
চামচ লেবুর রস ভালোভাবে
মিশিয়ে হাত পায়ে ১০-১৫ মিনিট লাগিয়ে
রাখুন। তারপর
পরিষ্কার করুন। এই
প্যাকটি শাইন আনবে আর
সানটান দূর করবে।
৬. কাঁচা আলুর রস
দিনে ২বার করে ব্যবহার
করলেও খুব দ্রুত উজ্জ্বল
লাবণ্যময় হাত-পা দেখে
নিজেই অবাক হবেন।
৭. এই প্যাকটি শুষ্ক
ও স্বাভাবিক ত্বকের জন্য ভীষণ
উপকারী। সমপরিমাণ
লেবুর রস আর মধু
মিশিয়ে হাতে পায়ে লাগান। কিছুক্ষণ
পর ঠাণ্ডা পানি দিয়ে
ধুয়ে ফেলুন।
৮. এক চা চামচ
লেবুর রস, এক চা
চামচ শশার রসের সাথে
এক চিমটি হলুদের গুঁড়ো
মিশিয়ে একটি পেস্ট বানিয়ে
হাতে পায়ে লাগিয়ে শুকানো
পর্যন্ত অপেক্ষা করুন আর ২
সপ্তাহ পর সবার প্রশংসা
পাবার জন্য তৈরি থাকুন। এই
প্যাক প্রতিদিন ব্যবহার করবেন।
৯. ফর্সা হাত পায়ের
জন্য ৩ চামচ বোরাক্স
পাউডার, ২ চামচ গ্লিসারিন
আর ২ কাপ গোলাপ
জলের পেস্ট তৈরি করুন। হাত
পায়ে লাগিয়ে ১৫-২০
মিনিট রেখে ঠাণ্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলুন।
১০. ২ মগ পানিতে
একটি লেবুর অর্ধেক রস
মিশিয়ে হাত পা ডুবিয়ে
রাখুন। এইভাবে
দিনে ৩ বার করুন।
১১. আপনার যদি টমেটোতে
অ্যালার্জি না থেকে থাকে
তাহলে কয়েক ফোঁটা লেবুর
রসের সাথে টমেটোর ক্লাথ
মিশিয়ে হাতে এবং পায়ে
ব্যবহার করুন আর ১৫
মিনিট পর ধুয়ে ফেলুন।
১২. আমরা সবাই জানি
দই সানটান কমাতে খুবই
উপকারী। প্লেন
টক দই হাতে পায়ে
মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর ধুয়ে
ফেলুন। প্রত্যেকদিন
ব্যবহার করলে ৭ দিনের
মধ্যে সুফল পাবেন।
13. মধুর
সাথে শশার রস মিশিয়ে
একটা মিশ্রণ বানান।পায়ে ও হাতে
লাগান, ত্বকের উন্নতি হবে।
14. ওলিভ
ওয়েল ম্যাসাজ করলে হাত ফর্সা
হয় আর নরমও থাকে।আরও
ভাল ফল পেতে গেলে,
এর সাথে একটু কেশর
মিশিয়ে নিলে ভাল হয়।
15. নারকোল
জল নারকোল জল হাত
ও পা ফর্সা করার
জন্য খুব ভাল।কোনও কালো দাগ
কমাতে হাতে নারকোল জল
সপ্তাহে দুবার লাগান।
16. শশার
রস লেবুর সাথে মেশান।হাতে
ও পায়ে মাখুন।এতে চামড়া ফর্সা
হবেই।
17. একটা
টমেটো গ্রাইন্ডারে বেটে পেস্ট বানান।হাতে
ও পায়ে এই বাটাটি
লাগান।এটা
আপনার ত্বকের বর্ণ ঠিক
রাখবে ও আপনার চেহারায়
শিগগিরি একটা ঔজ্জ্বল্য আনবে।
18. আপনার
ত্বক যদি তেলতেলে হয়,ফর্সা হাত পা
পাওয়ার সেরা উপায় ডিম।ডিমের
সাদা অংশ সপ্তাহে দুবার
লাগান ও ফল দেখুন।
19. টমেটোর
সাথে ওটমিল ও দই-র মিশ্রণ বানান।এটা
শরীরে লাগালে স্বাভাবিক ভাবে
ফর্সা হওয়া যায়।হাত ও পায়ের
জন্য এটা ভাল।এটা মৃত কোষ
দূর করতেও সাহায্য করে।
20. ফর্সা হাত,পা পাওয়ার জন্য বাড়িতে যা সব করা হয় তার মধ্যে এটা সবচেয়ে ভাল।মধু,গুঁড়ো দুধ ও পেঁপের মিশ্রণ বানান।খুব তাড়াতাড়ি দেখবেন ত্বকের রঙ বদলাচ্ছে।
21. রাতভর
কিছু আলমন্ড বাদাম ভিজিয়ে
রাখুন, তারপর ভাল করে
বেটে নিন।পায়ে
ও হাতে এটা লাগান।এটা
সব ঘরোয়া পদ্ধতির মধ্যে
অন্যতম সেরা।
22. মূলতানী
মাটির সাথে চন্দন মিশিয়ে
একটা মসৃণ পেস্ট বানান। মুখে
ও হাতে লাগান।
23. গোটা
জিরে জলে ফোটান।জলটা ছেঁকে নিন।এই
জলটা দিয়ে হাত ধুয়ে
নিন।ফর্সা
ত্বক পাবেন খুব তাড়াতাড়ি।এক
সপ্তাহ এটা করুন - ভাল
ফল পাবেন।
24. দুধ বা দই-র সাথে মুসুর
ডাল মেশান।হাত
পায়ে লাগান।১৫মিনিট
রেখে দিন।এটা
আপনার বর্ণ উজ্জ্বল করা
ছাড়াও আপনাকে অপূর্ব সুন্দর
করে তুলবে।
25. লেবুর
খোসা আরও একটা দারুণ
ঘরোয়া উপাদান আপনার হাত
পা ফর্সা করার জন্য।খোসাগুলো
দুধ ও দই-র
মধ্যে মেশান।ত্বকে
লাগান ও রেখে দিন
যতক্ষণ না শুকিয়ে যায়। ধুয়ে
ফেলুন।
26. একটা
লেবু নিন।হাতের
ওপর ভাল করে ঘষে
দিন। এটা
একটা প্রাকৃতিক ব্লিচিং সামগ্রীর মত কাজ করে।
27. আপনি
যদি ফর্সা হতে চান,
আলু সেই কাজটি করে
দেবে।একটা
আলু নিন,তার থেকে
রস বানিয়ে একটা বাটিতে
নিন।হাতে
ও পায়ে লাগান।এই রসটি আপনার
চামড়া ব্লিচ করবে এবং
স্বাভাবিক ভাবে ফর্সা করবে।
28. হাফ
চামচ করে মধু ও
দারচিনি গুঁড়ো মেশান।
তারপর সেটা আপনার হাত
ও মুখে ভাল করে
লাগান ফর্সা হওয়ার জন্য।
0 Comments