চিংড়ি মাছের নানা ধরনের ২৮ টি রেসিপি


চিংড়ি খেতে কেই না পচ্ছন্দ করে তার মধ্যে যদি হয় বিভিন্ন স্বাধে তাহলে তো আর কথাই নেই আর এমন এক রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য যা  হচ্ছে একটি রেসিপিগুচ্ছ। এই রেসিপিগুচ্ছটি সজানো হয়েছে চিংড়ি মাছের হরেক রকমের রেসিপি দিয়ে। দেখে নিন চিংড়ি মাছের নানা ধরনের ২৮ টি রেসিপি একসঙ্গে


১। চিংড়ি মাছের মালাইকারি

উপকরণ

বড় চিংড়ি কেজি, সবুজ কাঁচা মরিচ টি, হলুদ গুঁড়ো সিকি চা-চামচ, মরিচ গুঁড়ো চা-চামচ, লবণ আধা চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী, চিনি চা-চামচ, নারকেলের দুধ কাপ, জিরা বাটা চা-চামচ, আদা বাটা টেবিল চামচ, ধনেগুঁড়ো সিকি চা-চামচ, পেঁয়াজ কুচি কাপ, সয়াবিন তেল কাপ, - টি এলাচ, - টি দারুচিনি।

প্রণালি

ফ্রাইপ্যানে তেল গরম করে সামান্য লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে তেল ছেঁকে উঠিয়ে রাখুন। মাছ ভাজা একই তেলে পেঁয়াজ কুচি বাদামি করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা, ধনেগুঁড়ো কাপ নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর মাছ গুলো ডেলে দিয়ে কিছুক্ষণ নারুন এবং বাকি কাপ নারকেলের দুধ দিয়ে দিন। এখন চিনি, এলাচ,দারুচিনি, সবুজ কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ সামান্য বাড়িয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়ুন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যখন মাছের গায়ে ঝোল মাখা মাখা হবে তখন নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

২। স্পাইসি প্রন কারি

উপকরণ

খোসা ছাড়ানো চিংড়ি ২৫০ গ্রাম, পিঁয়াজ বাটা টেবিল চামচ, রসুন বাটা চা চামচ, আদা বাটা চা চামচ, জিরা বাটা / চা চামচ, মরিচের গুড়া / চা চামচ, কাঁচামরিচ ৫টি (আস্ত), সয়া সস টেবিল চামচ, ওয়েস্টার সস টেবিল চামচ, টমেটো সস টেবিল চামচ, লবণ পরিমাণ মত, অলিভ ওয়েল অথবা সাদা তেল টেবিল চামচ।

প্রনালি

ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে আগে থেকে বেছে রাখা চিংড়ি সব বাটা মসলা গুলো দিয়ে দিন। এরপর সয়া সস ,ওয়েস্টার সস, টমেটো সস, লবণ দিয়ে একটু কষান। এবার / কাপ পানি কাঁচামরিচ দিয়ে ডেকে দিন। মশলা মাখা মাখা হলে নামিয়ে ফ্রাইড রাইছ এর সাথে পরিবেশন করুন।

৩। ক্রিস্পি চিংড়ি

উপকরণ

চিংড়ি কাপ, ওয়েস্টার সস টেবিল চামচ, টেম্পুরা পাউডার কাপ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, শুকনা মরিচ গুঁড়া চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পানি পরিমাণমতো, ভাজার জন্য তেল প্রয়োজনমতো।

প্রণালি

চিংড়ির লেজ রেখে মাথা খোসা বাদ দিয়ে টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। টেম্পুরা পাউডার, মরিচ গুঁড়া, লবণ, চা-চামচ গোলমরিচ গুঁড়া, রসুন বাটা পরিমাণমতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। তাতে চিংড়ি ডুবিয়ে ডুবোতেলে ভেজে ওঠাতে হবে।

৪। প্রন তন্দুরি

উপকরণ:

চিংড়ি মাছ ৫০০ গ্রাম, ঘি বা মাখন চা চামচ,টক দই চা চামচ,আদা বাটা চা চামচ, রসুন বাটা চা চামচ, দারচিনি গুঁড়া অল্প, বড় এলাচ টি, জিরা গুঁড়া চা চামচ, ধনে গুঁড়া চা চামচ, শুকনা মরিচের গুঁড়া চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি- সামান্য

প্রণালি:

চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে টক দই লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার একে একে আদা বাটা , রসুন বাটা , জিরা গুঁড়া , ধনে গুঁড়া , শুকনা মরিচের গুঁড়া , এলাচ দানা সামান্য চিনি দিয়ে ভাল করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট হতে দিন এক ঘণ্টা পর বাঁশের কাঠিতে চিংড়ি মাছগুলো গেঁথে অল্প ঘি মাখিয়ে প্যানে ভেজে নিন। দুই দিকই ভাল মতো ভাজবেন। তবে চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। তন্দুর করা হয়ে গেলে নামিয়ে নিয়ে লেবুর রস ছড়িয়ে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন। ওভেনে করতে চাইলে ১৮০ ডিগ্রিতে প্রি হিট করে ১০-১৫ মিনিট গ্রিল করে নিন।

৫। লতি চিংড়ি

উপকরণঃ
মাঝারি সাইজের গোটা চিংড়ি ছোট চিংড়ি মাছ বাটা, বেবি টমেটো, নারিকেল বাটা, চিনি, সাদা তেল, কলাপাতা লাগবে থ্রাইপ্যানের সমান করে দুইটা গোল করে কাটা। কচুর লতি, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা।

প্রণালি:
 কলার পাতায় তেল ব্রাশ করে নেব। থ্রাইপ্যানের ওপর কলাপাতা বিছিয়ে দেব। তারপর লতিগুলো দেব। তার ওপর তেল দিয়ে ভেজে রাখা ছড়িয়ে দেব, নারিকেল চিংড়ি বাটা, চিনি, বেবি টমেটো লবণ দিয়ে মাখিয়ে লতির ওপর বিছিয়ে দেব। আরেকটা কলারপাতা তেল ব্রাশ করে ওপর থেকে ঢেকে দিতে হবে, মৃদু আচে ২০ মি. রেখে নামিয়ে পরিবেশন করুন। উপরে নারিকেল কোরা ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে গরম ভাতের সঙ্গে লতি চিংড়ি। সব কিছু পরিমাণ মতো নেবেন।

৬। বাগদা চিংড়ির কালিয়া

প্রণালি:
 চিংড়ি মাছ বড় খোসা ছাড়িয়ে নেব। লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নেব। সরষের তেল দিয়ে গরম করে ভাজা ভাজা করে নেব। এবার তেলে একটু চিনি দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা রসুন বাটা দিয়ে টমেটো পিউরি জিরাগুড়া, লবণ, মরিচ বাটা মাখিয়ে তেলে দিয়ে দেব। কষিয়ে নিয়ে ফেটানো দই কাজু চামচ, চামচ কিসমিস দিয়ে নারিকেলের দুধ দিয়ে ভাজা চিংড়ি দিয়ে দেব। শুকনা মরিচগুঁড়া সামান্য জায়াফল জয়ত্রিগুঁড়া দেব। তেল উঠে এলে নামিয়ে কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাগদা চিংড়ির কালিয়া। ভাত পোলাউ-এর সঙ্গে খাওয়া যায়।

৭। মুচমুচে চিংড়ি

উপকরণঃ
বেশন, চালের গুঁড়া, চিনি রসুন আদা কুচি, খাবর সোডা সামান্য, লবণ বাটা, গুল মরিচগুঁড়া, আলু সিদ্ধ, খোসা ছাড়া বড় চিংড়ি ছোট চিংড়ি বাটা হলুদ গুঁড়া।

প্রণালি:
প্রথমে মাখন দিয়ে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে গোটা চিংড়ি হলুদ গুঁড়া গুলমরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছ তুলে নেব। চিংড়ি মাছ বাটা আলু সিদ্ধ ভেজে রাখা মসলার মধ্যে লবণ চিনি খাবার সোডা দিয়ে ভাল করে মিশিয়ে নেব। প্লেটে চালের গুঁড়া বেশন একটু খাবার রং সব মিশিয়ে নেব। মাছ আলুর মসলা হাতে নিয়ে ভেতরে ১টা চিংড়ি মাছ সামান্য মাখন দিয়ে বেশন চালের গুঁড়ার মধ্যে ডাভিয়ে নেব। এবং লেজটা বাহিরে থাকবে। গরম তেলে ভেজে নিতে হবে। চাটনির সঙ্গে পরিবেশন করুণ।

৮। ধনেপাতা গলদা চিংড়ি

উপকরণঃ
চিংড়ি, হলুদ, পেয়াজ কুঁচি, আদা, রসুন কাঁচামরিচ, দই, চিনি, কাজু বাদাম বাটা, লবণ ধনেপাতা, কুচি গরম মসলা গুঁড়া।

প্রণালি:
লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাছ তুলে নেব। তেলে পেঁয়াজ কুচি ভেজে তার ভেতর পেঁয়াজ বাটা দিয়ে আদা, রসুন, অল্প করে কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। দই, চিনি, কাঁচামরিচ বাটা, কাজুবাদাম বাটা, লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে পানি দিয়ে ঢেকে দেব। হালকা আঁচে ধনেপাতা কুচি গরম মসলা গুঁড়া দিয়ে দেব। হয়ে যাবে ধনে পাতা কষাা গলদা চিংড়ি।

৯। সরষে চিংড়ি

উপকরণঃ
চিংড়ি, কোড়ানো নারকেল, পেঁয়াজ বাটা, সরষে বাটা, হলুদ, মরিচ লবণ পরিমাণ মতো।

প্রণালি:
চিংড়ি নারিকেল কোরা চামচ, হলুদ, মরিচ, লবণ, চিনি সরষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। নামানোর আগে একটু ঘি দিয়ে কাঁচামরিচ চেরা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার সরষে চিংড়ি।


১০। চিংড়ি তেলে ঝালে কষা

উপকরণঃ
চিংড়ি মাঝারি সাইজ, লেবুর রস, সয়াসস, পেঁয়াজ কুচি মরিচ ফালি।

প্রণালি:
মাঝারি সাইজের চিংড়ি খোসা ছাড়িয়ে নেব। একটা বোলো চিংড়ি সামান্য লেবুর রস বা সয়াসস দিয়ে মাখিয়ে রাখতে হবে। প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ মরিচ ফালি দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে চিংড়ি দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে যাবে চিংড়ির তেলে ঝালে। গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগবে।
শুধু সেদ্ধ করে বা পুড়িয়েই নয়, মিষ্টি আলু দিয়ে মিষ্টিসহ নানান খাবার বানানো হয়। এমনকি মিষ্টি আলু দিয়ে আমরা ঝাল বা শুটকির তরকারিও রান্না করে থাকি। বিদেশেও মিষ্টি আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করা হয়। চলুন মিষ্টি আলু দিয়ে তৈরি ৩টি মজাদার বিদেশি রেসিপি জেনে নিই

১১. লাউ চিংড়ির তরকারি

উপকরণ :
লাউ ছোট ছোট টুকরো করা অর্ধেক, চিংড়ি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি টেবিল-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া অর্ধেক চা-চামচ, জিরা গুঁড়া, চা-চামচ, কাঁচামরিচ আস্ত /৫টি, ধনেপাতা কুচি টেবিল-চামচ, রসুন বাটা চা-চামচ,লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমত।

প্রণালী :
লাউ ধুয়ে টুকরো করে নিন। চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি ফ্রাইপ্যান বা কড়াইয়ে তেল গরম করে তাতে লাউ ছাড়া সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর ভুনা চিংড়িগুলো একটি বাটিতে তুলে রাখুন। তারপর ওই মসলায় লাউ দিয়ে আবার কষিয়ে ঢেকে রান্না করুন। লাউ সেদ্ধ হয়ে এলে তাতে ভুনা চিংড়ি, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিন। লাউ মাখা মাখা করে নামিয়ে পরিবেশন করুন লাউ চিংড়ি তরকারি।


১২. ডাল চিংড়ি বড়া

উপকরণ:
মসুর ডাল কাপ। ছোট চিংড়ি ২০০ গ্রাম। পেঁয়াজকুচি আধা কাপ। কাঁচামরিচ ,৫টি।


ধনেপাতা কুচি।হলুদগুঁড়া চা-চামচ। মরিচগুঁড়া টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। তেল ভাজার জন্য পরিমাণ মতো।

পদ্ধতি:
ডাল দুতিন ঘণ্টা ভিজিয়ে রাখুন৷ নরম হলে বেটে নিন।চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে ডালের সঙ্গে কাঁচামাছগুলো বেটে নিন এবার তেল বাদে, বাকি সব উপকরণ ডাল-চিংড়ি বাটার সঙ্গে মাখিয়ে নিন।কড়াইতে তেল গরম করে মাখানো ডালের খামির চামচ অথবা হাত দিয়ে পছন্দ মতো আকারে তেলে ছেড়ে দিন।চুলার আঁচ মাঝারি রেখে মচমচে এবং লাল করে ভাজুন। তারপর নামিয়ে কিচেন টিস্যু পেপারের উপর তুলে রাখুন এবং গরম গরম পরিবেশন করুন

টিপস: ডাল এবং চিংড়ি না বেটে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ এবং বাকি সব উপকরণের সঙ্গে চার টেবিল-চামচের মতো বেসন মিলিয়ে নেবেন। আর যদি পাটায় বেটে নেন তাহলে বেসন দরকার নাই।

১৩. চিংড়ি চপ

উপকরণ:
খোসা ছাড়ানো বড় চিংড়ি কাপ,আদাবাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চামচ, পিঁয়াজকুচি টেবিল চামচ, রসুন কুচি চা চামচ,


কাঁচামরিচ কুচি আধা চা চামচ, পুদিনা পাতা কুচি চা চামচ, ডিম টি, টোস্ট বিস্কিট গুঁড়া আধা কাপ, ময়দা টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

যেভাবে করবেন:প্রথমে চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে সব মসলা, লবণ, পিঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং পুদিনাপাতা কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি আঠালো করার জন্য ময়দা দিলে ভালো হবে। একটি ডিম ফেটিয়ে আলাদা বাটিতে রাখুন। একটি প্যানে ডুবোতেলে ভাজার জন্য তেল দিয়ে তেল গরম হতে দিন। তেল গরম হলে একটি করে চিংড়ির গায়ে মিশ্রণটি লাগিয়ে পছন্দ মত আকার দিন। এবার ডিমের মিশ্রণে চুবিয়ে টোস্ট বিস্কিট গুড়োর মধ্যে গড়িয়ে নিয়ে তেলে ভাজুন। চাইলে বল আকারেও করতে পারেন। লাল করে ভেজে তুলে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার কুড়মুড়ে চিংড়ি চপ।

১৪. চিংড়ি কাবাব

উপকরণ:
কিমা এক কাপ,কাঁচামরিচ কুচি টেবিল চামচ,ধনেপাতা কুচি টেবিল চামচ,পেঁয়াজ কুচি টেবিল চামচ,সেদ্ধ আলু পরিমাণমতো,


কর্নফ্লাওয়ার পরিমাণমতো,ডিম ২টি,ব্রেডক্রাম পরিমাণমতো,টমেটো সস পরিমাণমতো,লবণ স্বাদমতো।

যেভাবে করবেন:ডিম, ব্রেডক্রাম তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গোল করে নিন। এবার তা ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম মেখে ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে। তারপর পরিবেশন করুন পছন্দের সস আর সালাদের সঙ্গে। ইচ্ছা করলে পোলাও বা সাদা ভাতেও খেতে পারেন পছন্দের চিংড়ি কাবাব।


১৫. চিংড়ির কাটলেট

উপকরণ:
চিংড়ি কাপ , কাঁচা মরিচ কুচি / চা চামচ, আদা বাটা / চা চামচ, পুদিনা পাতা কুচি চা চামচ, মরিচ বাটা / চা চামচ, ডিম টি, গোল মরিচ বাটা / চা চামচ, পাউরুটি গুঁড়া / কাপ, পেঁয়াজ মিহি কুচি টেবিল চামচ,ময়দা টেবিল চামচ, রসুন কুচি চা চামচ, তেল ভাজার জন্য

প্রণালী:
১। চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে কিমা কর। বাটা মসলা,পেঁয়াজ,রসুন,কাঁচামরিচ পুদিনাপাতা দিয়ে মিশাও। রুটির গুঁড়া,ডিম চা চামচ লবণ দিয়ে মিশাও।২। ময়দার ছিট দিয়ে চিংড়ির কাটলেট তৈরি কর। ডুবো তেলে ভাজ।৩। লেবুর রস অথবা সসের সাথে গরম পরিবেশন কর


১৬. চিংড়ি পিঁয়াজু

উপকরণঃ
চিংড়ি- কাপ (লেজসহ),• আদা বাটা- টেবিল চামচ,• রসূন বাটা- চা চামচ,• পিঁয়াজ কুঁচি- আধা কাপ,• মটর ডাল- আধা কাপ, • কাঁচামরিচ- টি,• লবণ- স্বাদমতো,• খাবার সোডা- চিমটি,• ভাজার জন্য তেল- পরিমাণমতো।

প্রণালীঃ
চিংড়ি মাছ টেবিল চামচ লেবুর রস লবন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন।*এরপর তেল চিংড়ি বাদে সব উপকরন একসঙ্গে মাখিয়ে রাখুন।*তারপর চিংড়ির লেজ বের করে রেখে ডাল বাটা মাখা মিশ্রণ লাগিয়ে নিন চিংড়িতে।*এবার প্যানে তেল গরম করে এতে চিংড়ি লাল করে ভেজে তুলুন।*সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।
১৭. চিংড়ি পাকোড়া

উপকরণ :
. চিংড়ি মাছ ২৫০ গ্রাম,. পেঁয়াজ কুচি ১টি,. মরিচের গুঁড়া সামান্য,. কাঁচামরিচ কুচি ১টি,. ময়দা আধা কাপ, . রসুন কুচি দুই কোয়া,. ধনিয়াপাতা কুচি সামান্য,. লেবুর রস এক টেবিল চামচ,. লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।

প্রণালি :
প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে চিংড়ি নিয়ে তাতে ময়দা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে লেবুর রস দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন একটি প্যানে তেল গরম করে অল্প আঁচে পাঁচ মিনিট চিংড়িগুলো ভেজে নিন। বাদামি রঙের হয়ে গেলে চিংড়িগুলো তেল থেকে উঠিয়ে প্লেটে তুলে নিন। টমেটো সস এবং চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিংড়ি পাকোড়া।

১৮. পুঁই চিংড়ির পাকোড়া

উপকরণ:
লবণ (সিকি চামচ) হলুদ (সিকি চামচ) দিয়ে মেখে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভেজে রাখা চিংড়ি। সরিষার তেল ২৫০ গ্রাম, পুঁইশাকের বড় বড় পাতা (ভাপিয়ে নেওয়া) ২০-২৫টি। লবণ আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, কর্নফ্লাওয়ার টেবিল চামচ, ময়দা টেবিল চামচ, চালের গুঁড়া আধা কাপ, পানি কাপ, শুকনা মরিচ ভাঙা চা-চামচ, লেবুর রস দেড় টেবিল চামচ, পেঁয়াজ টুকরা (বড়) ১টি, পোস্তদানা সিকি কাপ বা পরিমাণমতো।

প্রণালি:
চিংড়িপাটায় মিহি করে বেটে নিন। ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। বাদামি রং হয়ে এলে বাটা চিংড়ি মাছ, সিকি চামচ লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে আধা টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাজুন। আধা কাপ পানিতে চালের গুঁড়া - ঘণ্টা আগে থেকেই ভিজিয়ে রাখুন। একটি প্লেটে পোস্তদানা ছড়িয়ে রাখুন। চালের গুঁড়ার সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, বাকি লবণ, এক টেবিল চামচ লেবুর রস মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। একেকটি পুঁইপাতায় সামান্য চিংড়ি পেস্টের পুর ভরে তা চার ভাঁজ করে মুড়িয়ে নিন। অন্যদিকে ফ্রাইপ্যানে সরষের তেল গরম করুন। পুরভরা পাতা ব্যাটারে চুবিয়ে পোস্তাদানায় গড়িয়ে ডুবোতেলে ভাজুন।



১৯. চিংড়ির বাটি চচ্চড়ি

উপকরণ :
চিংড়ি মাছ কাপ (মাঝারি), নারকেলবাটা টেবিল চামচ, সর্ষে বাটা চা-চামচ, কাঁচা লংকা বাটা ২টি,হলুদগুরো চা-চামচ, সর্ষের তেল টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি -৩টি।

প্রণালি :
ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে একটি ঢাকনাযুক্ত স্টিলের বাটিতে দিয়ে প্রেশার কুকারে ভাপে সেদ্ধ করে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির বাটি চচ্চড়ি।


২০. চিংড়ি ভুনা

উপকরণ:
চিংড়ি-১০টি, টমেটো-২টি, কাঁচামরিচ-৪টি, পেঁয়াজ কুচি টেবিল চামচ, পেঁয়াজ বাটা- চা চামচ, আদা-রসুন বাটা- চা চামচ, মরিচ গুঁড়া- আধা চা চামচ, হলুদ গুঁড়া-আধা চা চামচ, জিরা গুঁড়া- চা চামচ, তেল-আধা কাপ, ধনেপাতা-সিকি কাপ, লবণ- চা চামচ, পানি-আধা কাপ।

প্রণালি:
কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপরে সব বাটা মশলা দিয়ে কষান। মশলা কষানো হলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে টমেটো দিয়ে দিন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন


২১. স্পাইসি মাসালা চিংড়ি

উপকরণ:
১৮-২০টি চিংড়ি মাছ, টেবিল চামচ ঘি, চা চামচ জিরা,- টি রসুনের কোয়া কুচি,১টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, টেবিল চামচ লাল মরিচের পেস্ট, চা চামচ জিরা গুঁড়ো, চা চামচ ধনে গুঁড়ো, টেবিল চামচ টমেটো কেচাপ, চা চামচ ভিনেগার, টেবিল চা চামচ ধনেপাতা কুচিলবণ স্বাদমত

প্রণালী:
প্রথমে চুলায় প্যান গরম করতে দিন। এবার এতে ঘি দিয়ে দিন। ঘি গলে গেলে এতে জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ বাদামি রং হয়ে এলে এতে লাল মরিচের পেস্ট দিয়ে দিন। তারপর এতে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। যদি প্রয়োজন পড়ে এতে সামান্য পানি দিন।এরপর এতে চিংড়িগুলো দিয়ে দিন। মশলার সাথে চিংড়িগুলো ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে লবণ দিয়ে দিন। অল্প একটু পানি দিয়ে অল্প আঁচে - মিনিট রান্না করুন। খুব বেশি পানি দেবেন না।মাছ রান্নার শেষে টমেটো কেচাপ, ভিনেগার এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।

২২. দই চিংড়ি

উপকরণ :
টক দই কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা কাপ, আস্ত কাঁচামরিচ -৬টি, রসুন বাটা চা চামচ,


হলুদ গুঁড়া চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী তেল পরিমাণ মতো।

প্রণালি :
প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সাজিয়ে।

২৩. নারকেলী চিংড়ি ভুনা

উপকরণ:
চিংড়ি মাছ হাফ কেজি, পেয়াজ কুচি কাপ, গুড়ো মরিচ দেড় চা চামচ ( বা আপনার রুচি অনুযায়ী), গুড়ো হলুদ হাফ চা চামচ ( বা আপনার রুচি অনুযায়ী), জিরা বাটা দেড় চা চামচ,রসুন বাটা চা চামচ ( বা আপনার রুচি অনুযায়ী), আস্ত কাচাঁ মরিচ /১০ টি, নারকেল ১টি, তেল লবণ পরিমাণ মত

প্রণালী:
প্রথমে মাছ কেটে ভালো করে লবন পানিতে ধুয়ে নিন।নারকেল কুড়িয়ে হাফ নারকেল বেটে রসটুকু(নারবেল দুধ) চিপে নিয়ে ছোবড়া গুলো ফেলে দিন, এবং বাকি কোড়ানো নারকেল ওভাবেই রাখুন। এবার কড়াই তেল দিয়ে পেয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন, মাঝারি লাল হলে মাছগুলো ভাজা ভাজা করুন এবং অল্প পানি দিয়ে গুড়ো মরিচ,হলুদ,জিরা বাটা রসুন বাটা,লবন দিয়ে ভালো করে কষান। ভাল করে কষিয়ে তেল উঠিয়ে ফেলুন। এবার নারকেল দুধ এবং কোরানো নারকেল কাচাঁ মরিচ দিয়ে মাছ গুলো মাখা মাখা ভুনা করুন, লবন চেখে নামিয়ে গরম গরম ভাত অথবা পোলাও দিয়ে পরিবেশন করুন।


২৪. রসুন চিংড়ি

উপকরণ :
মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম, লেবুর রস টেবিল চামচ, পাপরিকা সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন টেবিল চামচ,তেল টেবিল চামচ, রসুন কুচি টেবিল চামচ, লাল মরিচ থেঁতলানো ২টা, চিনি চা-চামচ।

প্রণালি :
চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। তাতে টেবিল চামচ লেবুর রস, পাপরিকা চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন। চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন। ঘন সস হয়ে এলে মাছের ওপর ঢেলে দিন। এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে।

২৫. ঝিঙ্গা দিয়ে চিংড়ি

উপকরণ:
বড় পেঁয়াজ কুচিঃ টি,রসুন, কুচি করাঃ কোয়া,চিংড়ি, মাঝারি সাইজঃ -১০ টি,ঝিঙ্গাঃ - টি, হলুদ গুঁড়াঃ চা চামচ,মরিচ গুঁড়াঃ চা চামচ,জিরা গুঁড়াঃ চা চামচ,ধনে গুঁড়াঃ চা চামচ,লবণঃ স্বাদমতো,পানিঃ কাপ

প্রণালী:
পেঁয়াজ কুচি, রসুন কুচি তেল দিয়ে হালকা ভেজে নিয়ে চিংড়িগুলো দিয়ে দিতে হবে।৩/ মিনিট ভাজা হলে ঝিঙ্গা দিয়ে আরো / মিনিট রান্না করতে হবে।পরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদমতো লবণ দিতে হবে।তারপর আরো কিছুক্ষণ কষিয়ে কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে।মাখা মাখা হলে নামিয়ে নিন।

২৬. চিংড়ির সাসলিক

উপকরণ:
খোসা ছাড়ানো বড় চিংড়ি: কাপ,ছোট পেঁয়াজ অর্ধেক করে কাটা: কাপ,গাজর কিউব করে কাটা: / কাপ,ক্যাপসিকাম কিউব করেকাটা: / কাপ,শক্ত টমেটো কিউব করে কাটা: / কাপ, কাঁচামরিচ অর্ধেক করে কাটা: ১০-১২ টি,সরিষার তেল (ভাজার জন্য): পরিমাণমতো,সাদা গোলমরিচ গুঁড়া: চা চামচ,সয়া সস: টেঃ চামচ,লবণ: পরিমাণমতো,আদার রস: চা চামচ,লেবুর রস: চা চামচ

প্রণালী:
চিংড়ি গোল করে কেটে সয়া সস, লেবুর রস, লবণ, আদার রস দিয়ে চুলায় দিয়ে ঢেকে দিতে হবে। শুকিয়ে গেলে নামাতে হবে।
গাজর অল্প লবণ-পানিতে সিদ্ধ করে শুকিয়ে গেলে নামতে হবে।
সাসলিক স্টিকে চিংড়ি, গাজর, চিংড়ি, ক্যাপসিকাম, চিংড়ি, পেঁয়াজ, চিংড়ি, টমেটো, চিংড়ি, কাঁচা মরিচ এইভাবে পর্যায়ক্রমে গেঁথে নিতে হবে।
ফ্রাইংপ্যানে তেল গরম করে সাসলিক অল্প ভেজে উঠিয়ে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে পরিবেশন করতে হবে।

২৭. গার্লিক বাটার শ্রিম্প

উপকরণ:
টেবিল চামচ আনসল্টেড মাখন,দেড় পাউন্ড মাঝারি আকৃতির চিংড়ি,লবণ এবং গোল মরিচের গুঁড়ো, কোয়া রসুনের কুচি,/ কাপ চিকেন স্টক,১টি লেবুর রস, টেবিল চামচ পার্সলি পাতা কুচি

প্রণালী:
১। মাঝরি আঁচে চুলায় প্যান গরম করতে দিন। এতে দুই টেবিল চামচ মাখন দিয়ে দিন।২। মাখন গলে এলে এতে লবণ, গোল মরিচের গুঁড়ো এবং চিড়িং মাছ দিয়ে - মিনিট নাড়ুন। চিংড়ি মাছগুলো হালকা বাদামী হয়ে এলে নামিয়ে ফেলুন।৩। একই প্যানে রসুন কুচি দিয়ে এক মিনিট নাড়ুন। এরপর এতে চিকেন স্টক এবং লেবুর রস দিয়ে দিন।৪। চিকেন স্টক জ্বাল হয়ে ঘন হয়ে এলে চুলা কমিয়ে দিন। তারপর এতে মাখন দিয়ে দিন।৫। মাখন গলে গেলে এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিন।৬। চিংড়ি মাছগুলো কিছুটা রান্না হয়ে এলে নামিয়ে ফেলুন। উপরে পার্সলি পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গার্লিক বাটার শ্রিম্প।

২৮. চিংড়ি ভর্তা

উপকরণ:
চিংড়ি মাঝারি সাইজের কাপ,পেঁয়াজকুচি- টি মাঝারি সাইজের,কাঁচামরিচ কুচি / টি ঝাল যেমন পছন্দ সেরকম দিবেন, ধনেপাতাকুচি- টেবিল চামচ,লেবুর খোসা কুচি(lemon zest) চা চামচ,লেবুর রস চা চামচ,লবণ- স্বাদমতো,সরিষার তেল- স্বাদমতো

প্রণালি:
চিংড়িগুলো খোসা পরিষ্কার করে ধুয়ে নিন। চিংড়িগুলোকে হাফ চা-চামচ তেল দিয়ে একটু ভেজে নিন। এবার সব কিছু দিয়ে মেখে নিন চিংড়ি আধা ভাঙা থাকবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু অসাধারণ





0 Comments