নারিকেলের ভাজা পুলি পিঠা

নারিকেলের ভাজা পুলি পিঠা

উপকরণ :
চালের আটা – পরিমাণ মত
লবন
পানি

প্রণালী :
পানি ফুটে উঠলে তাতে আটা দিয়ে দিন , অল্প আচে কিছুক্ষন ঢেকে রাখুন 
চুলা থেকে নামিয়ে কিছুক্ষন ঢাকনা দেয়া অবস্থায় রাখুন 
ভাল করে ময়ান দিন  অল্প অল্প নরমাল পানি দিয়ে খামিটা ময়ান দিন  ছোট ছোট রুটি বেলে ছাঁচে দিয়ে পুর দিয়ে দিন 
গরম ডুবো তেলে হালকা সোনালী করে ভেজে নিন 
নারিকেলের পুর :
কোড়ানো নারিকেল
চিনি বা গুড়
এলাচ , তেজপাতা
লবন সামান্য
সব এক সাথে জাল দিয়ে আঠালো পুর তৈরি করে নিন 
*** মনে রাখবেন চালের আটা অবশ্যই ভাল হতে হবে  ভাল না হলে এবং ভাজা বেশি হয়ে গেলে এই পিঠা খুবই শক্ত হবে 
*******************************************


0 Comments