আজ আমায় হারাতে নেই মানা

মন ছুটে যায়
উতলা হাওয়ায় ........
চল হারিয়ে যাই
কোন অজানায়........
পাল্লা দিয়ে ওই
পাখিদের সাথে
পাড়ি দেব আজ
দূর ওই সিমানায়....
দ:খ গুলোকে সব পেছনে ফেলে
আনন্দতে রব মেতে ......
যতই আসুক না শাসন বারন
শুনবোনা কারও মানা ......
আজ আমায় হারাতে নেই মানা
চলনা পাখিদের মত মেলি ডানা...........

1 Comments