এক দিশাহারা পথিক আমি

এক দিশাহারা পথিক আমি
কূল কিনারা নাই
শত ভিরের মাঝে আজ
একা হেটে যাই
একা হাসি একা কাদিঁ
একা জেগে রই
নিজের কষ্ট গুলোকে আজ
নিজের মধ্যে লুকোই.............

0 Comments