আমরা মনে করি
সেই সময়টা খুব কঠিন
যে সময়ে চোখের
জল ফেলতে হয়,
কিন্তু
এই টা কখন ভাবিই
না যে
সেই সময়টা তার চেয়েও
অনেক বেশি কঠিন
যে সময় চোখের জল
লুকিয়ে হাসতে হয়।
সত্যিই
ভালো থাকার অভিনয়
করাটা অনেক কঠিন।
আর এই
কঠিন
কাজটা
করার জন্য চাই মনে সাহস
আর শক্তি
।।
0 Comments