যার কাছে দু ফোটা চোখের পানির কোনো মূল্য নেই,
সে কি করে বুঝবে অসীম ভালোবাসার মূল্য?
কেনো তুমি বার বার সেই মানুষটির জন্যে কাঁদো,
যে কিনা তোমার চোখের পানিকে শুধু পানি হিসেবেই
দেখে,
খুঁজে না সেই কান্নার পেছনের কারন।
সেই মানুষটির জন্যেই কাঁদো,
যে কিনা তোমার চোখের কোনে পানি জমার আগেই খুঁজে বের করে নেয় সেই কান্নার পেছনে কারন।
সেই মানুষটি শুধু তোমার চোখের পানি ঝরার কারন খুঁজে বের করবে না,
বের করবে তোমার মনে লুকিয়ে রাখা অসীম ভালোবাসা।
তোমার ভালোবাসা তখনই স্বার্থক,
যখন সেই মানুষটি বুঝবে তুমি তাকে কতোটাই না ভালোবাসো!!
সে কি করে বুঝবে অসীম ভালোবাসার মূল্য?
কেনো তুমি বার বার সেই মানুষটির জন্যে কাঁদো,
যে কিনা তোমার চোখের পানিকে শুধু পানি হিসেবেই
দেখে,
খুঁজে না সেই কান্নার পেছনের কারন।
সেই মানুষটির জন্যেই কাঁদো,
যে কিনা তোমার চোখের কোনে পানি জমার আগেই খুঁজে বের করে নেয় সেই কান্নার পেছনে কারন।
সেই মানুষটি শুধু তোমার চোখের পানি ঝরার কারন খুঁজে বের করবে না,
বের করবে তোমার মনে লুকিয়ে রাখা অসীম ভালোবাসা।
তোমার ভালোবাসা তখনই স্বার্থক,
যখন সেই মানুষটি বুঝবে তুমি তাকে কতোটাই না ভালোবাসো!!
0 Comments