তোমায় ছাড়া একা খুব ভাল আছি


তোমায় ছাড়া একা খুব ভাল আছি । শুধু ঘুমহীন রাতগুলো খুব মিসকরি । কত রাত ভোর করেছি, তবু যেন কথার ঝুরি ফুরাতোই না । এখন খুব ভাল আছি । মোবাইলের চার্জ শেষ হওয়ার ভয় নেই । সকাল বেলা অফিস লেট করে যাওয়ার কারনে বসের ঝারি আর শুনতে হয়না । অফিস মিস দেয়ার জন্য মিথ্যে অজুহাত এখন আর সাজাতেঁ হয় না । দেখেছ কত ভাল আছি তোমায় ছাড়া । বৃষ্টি ভেজার সেই অব্যাস টাও ছেরে দিয়েছি। জান তোমাকে ছাড়া আমি খুব ভাল আছি। শুধু শুধু চিন্তা করা আর হয়না। কথায় কথায় বাধা আর এখন হয়না। তোমাকে এখন আর মনে পরে না । জানালার একপাশে আকাশের পানে চেয়ে চুপচাপ বসেই থাকি ।চায়ের সেই দোকানদার মামা অবাক হয় একা দেখে । কিচ্ছু মনে পরেনা আমার । শুধু তোমার টোল পরা গালদুটো ছাড়া । তোমার বাকান সেই ঠোট টি ছাড়া। জানো তবু খুব ভাল আছি । শুধু রাতে খেতে ভুলে যাই । কেউতো ঝাড়ি দিয়ে বলেনা ,, এই ভাত খেতে যাও নইলে কথা বন্ধ । আমি চাইও না আর কেও বলুক । সত্যি খুব শান্তিতে আছি তোমাকে ছাড়া । অন্তত কেউতো আর আমার সামান্য সর্দিতে আস্তে করে বলবে না ,, একটু কম হয়ে গেছে আরও একটু হলে বেশি ভাল হত । এখন আর ইচ্ছে করেনা কারও শার্টের হাতা ধরে টানাটানি করি । আইসক্রীম কিনে দেওয়ার জন্য বায়না ধরি । সামন্য সামন্য কোন কিছুতে কাউকে সাথে নিয়ে যা্ওয়া অনেক আগেেই ছেড়ে দিয়েছি। জানো এখন আমি একা হাটা শিখে গিয়েছি। শুধু একবার হাতটা ধরার লোভ আমি কত আগেই ছাড়ে দিয়েছি । তবু জানো , শুধুশুধু মন খারাপ করি । জানিইতো আর আসবেনা ।

0 Comments