সিলভার ফেসিয়াল ও তার উপকারিতা


প্রতিটি নারীর আকাঙ্খা থাকে সুন্দর ও উজ্জ্বল ত্বক । বিশেষত বিশেষ বিশেষ দিন গুলোতে । কিন্তু বর্তমান জীবন ধারায় যখন মানুষ এর নিজের জন্য সময়ের অভাব তখন ত্বক কে সুন্দর রাখা সম্ভব কোথায়? কিন্তু চিন্তার কোন কারন নেই। সেই বিশেষ দিন গুলিতে আপনি হয়ে উথবেন রমনিও সকলের সেরা। ভাবছেন তো কীভাবে তা সম্ভব? ফেসিয়াল নামটি সব নারীদের কাছে খুব পরিচিত । বাজারে বিভিন্ন ধরনের ফেসিয়াল নাম শোনা যায় । ডায়মন্ড ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, চকলেট ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, হারবাল ফেসিয়াল, পার্ল ফেসিয়াল ইত্যাদি ।কিন্ত কথা হচ্ছে ফেসিয়াল আমরা যেটাই করিনা কেন ফেসিয়াল করার পরও কিছু করনীয় থাকে আর তা না হলে এর বিপরীত কিছু হতে পারে তাই জেনে নেয়া যাক কিছু নিয়ম

কীভাবে বাড়িতেই করে নিতে পারবেন সিলভার ফেসিয়াল:

সিলভার ফেসিয়াল ও তার উপকারিতা
চেহারায় তাৎক্ষণিক জৌলুস আনতে সিলভার ফেসিয়ালের সমকক্ষ আর কোন ফেসিয়াল নেই । এই ফেসিয়াল শুধু ভারসাম্য বজায় রাখে না সেই সঙ্গে ব্ল্যাহেডস দূর করে ।নরমাল অথবা তৈলাক্ত ত্বক হলে আপনি করবেন সিলভার ফেসিয়াল। আসুন দেখি সিলভার ফেসিয়াল কিট দিয়ে কীভাবে বাসায় সিলভার ফেসিয়াল করবেন

প্রস্তুতিপর্ব
সবার আগে ত্বককে সিলভার  ফেসিয়ালের জন্য প্রস্তুত করে নেওয়া দরকার তার জন্য ত্বকের গভীর থেকে সমস্ত ধুলোময়লা আর দূষিত পদার্থ বের করে দিতে হবে

ধাপ 1: ক্লেনজ়িং
প্রথমে সারা মুখে আর গলায় ভালো করে সাধারণ ক্লেনজ়িং মিল্ক লাগান আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিয়ে পাঁচ-সাত মিনিট ম্যাসাজ করুন তারপর পরিষ্কার তুলো দিয়ে মুছে নিন
ধাপ 2: স্টিম
এবার স্টিম নেওয়ার পালা মুখ পরিষ্কার করার সময়ই পাত্রে করে জল নিয়ে আঁচে বসিয়ে রাখুন ক্লেনজ়িং শেষ হতে হতে জলটা ফুটে যাবে জল ফুটে গেলে আঁচ থেকে নামিয়ে নিন এবার মাথায় একটা তোয়ালে ঢাকা দিয়ে মুখটা জলের ঠিক উপরে রাখুন যাতে ধোঁয়াটা মুখের উপর লাগে চার-পাঁচ মিনিট এভাবে থাকুন তারপর মুখ সরিয়ে নিয়ে তুলো দিয়ে মুখ আর গলা মুছে নিন সমস্ত ধুলোময়লা সরে গিয়ে ত্বক পরিষ্কার হয়ে যাবে

মূল ফেসিয়াল পর্ব
এবার আমরা মূল ফেসিয়াল পর্বে ঢুকব তার জন্য এমন একটা জায়গা বেছে নিন যেখানে অন্তত ঘণ্টা খানেক সময় আপনি একা থাকতে পারবেন এবং কেউ আপনাকে বিরক্ত করবে না! ত্বকের যত্নের পাশাপাশি মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠারও এটাই সময়!

ধাপ 1
প্রথমে সিলভার আ্যাশ আর কমলার তেল সমৃদ্ধ সিলভার  ক্লেনজ়ারটি বের করুন সামান্য সিলভার  ক্লেনজ়ার নিয়ে মুখে আর গলায় লাগিয়ে বৃত্তাকারে মাসাজ করুন পাঁচ মিনিট মাসাজ করার পর জল দিয়ে ধুয়ে নিন তুলো দিয়ে মুছেও নেওয়া যায়
ধাপ 2
এবার সিলভার ফেসিয়াল কিট থেকে সিলভার স্ক্রাব বের করুন আগের মতোই অল্প স্ক্রাব নিয়ে আঙুলের ডগা দিয়ে সারা মুখে বৃত্তাকারে ঘষতে থাকুন চোখের চারপাশের অংশে স্ক্রাব লাগাবেন না মিনিট পাঁচেক স্ক্রাব করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুনসিলভার আ্যাশ আর ওয়ালনাট সমৃদ্ধ স্ক্রাব ব্ল্যাক হেডসকে নরম করে আর মৃত কোষ দূর করে
ধাপ 3
 এবার ১০-১৫ মিনিট ধরে সিলভার আ্যাশ আর অলিভ অয়েল দিয়ে তৈরি ম্যাসাজ ক্রিম দিয়ে মুখ ম্যাসাজ করুন এই ক্রিম গায়ের রঙ উজ্জ্বল, মসৃণ করে তোলে
ধাপ 4
কিট থেকে সিলভার ফেসিয়াল জেলটি বের করুন মুখে আর গলায় লাগান মিনিট পাঁচেক মাসাজ করুন  সিলভার জেল আয়ুরবেদিক ফর্মুলায় তৈরি এই জেল সানটান (Suntan) এর প্রভাব কিছুটা কমিয়ে আনে সিলভার ম্যাসাজ ক্রিমের পর সিলভার জেল দিয়ে - মিনিট অপেক্ষা করুন তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
ধাপ 5
এটা একদম শেষ ধাপ এবার সিলভার প্যাক লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন আপনাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য এবার চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন আর অপেক্ষা করুন মাস্ক শুকানো পর্যন্ত তারপর ভেজা কটন প্যাড দিয়ে মাস্ক তুলে ফেলুন
তাহলে আর অপেক্ষা কেন? সিলভার ফেসিয়াল করার মাধ্যমে পুরনো সব জীর্ণ মলিনতা ভুলে আবার নিজেকে মেলে ধরুন নতুন আঙ্গিকে

ফেসিয়াল-পরবর্তী যত্ন
অয়েল ফ্রি ময়শ্চারাইজ়িং জেল সারা মুখে আর গলায় ভালো করে মেখে নিন ত্বক কোমল আর সতেজ হয়ে উঠবে নিমেষে!  গোটা ফেসিয়াল পর্ব শেষ করতে আপনার সময় লাগবে এক ঘণ্টা!







0 Comments