আসসালামু আলাইকুম,, আপুরা সবাই কেমন আছ...
আজ আমি আপনাদের মঝে নিয়ে এলাম এক নতুন প্রক্রিয়া........ আশা করছি আপনাদের কাছে এটি ভাল লাগবে.........
ঠোঁট মসৃণ, নরম ও টুকটুকে গোলাপি রাখতে সঠিক যত্ন নিতে হবে। অনেকের ঠোঁট বংশগত কারণেই কালচে হয়ে থাকে। তবে সূর্যের ক্ষতিকর রশ্মি, ধূমপান, অ্যালার্জি, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, হরমন সমস্যা ইত্যাদি কারণেও ঠোঁটের রং কালচে হয়ে যায়। ঘরোয়া টোটকার সাহায্যে ঠোঁট কোমল ও গোলাপি হবে। কীভাবে? রইল তারই উপায় – প্রাকৃতিক স্ক্রাব কয়েক ফোঁটা অলিভ অয়েল ও ১ চামচ চিনি একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটের ত্বক এক্সফোলিয়েট করে। কিছুক্ষণ রাখার পর ঠোঁট ধুয়ে ফেলুন। তারপর পছন্দের লিপ বাম লাগিয়ে নিন। ঘরোয়া স্ক্রাব দুধ এবং হলুদগুঁড়া মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। ঠোঁট ভিজিয়ে নিয়ে একটি নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নিতে হবে। এরপর সামান্য পেস্ট নিয়ে ঠোঁটে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঠোঁট ধুয়ে শুকিয়ে যাওয়ার পর লিপ বাম লাগিয়ে নিতে হবে। লেবুর রস ত্বকের উপর থেকে কালো দাগছোপ দূর করতে লেবু খুব ভালো কাজ দেয়। ঘুমতে যাওয়ার আগে সামান্য লেবুর রস ঠোঁটে লাগিয়ে নিন। নিয়মিত লাগালে একমাসের মধ্যে ভালো ফল দেখতে পাবেন। লেবুর রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে ব্যবহার করতে পারেন। ঠোঁট কোমল ও গোলাপি হবে। বিটরুট গোলাপি ঠোঁট পাওয়ার অন্যতম প্রাকৃতিক উপাদান বিটরুট। এর মধ্যে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান ঠোঁটের কালচেভাব দূর করে। বিটের রস বের করে ঘুমতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিন। সকালে জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন, ঠোঁটে গোলাপি আভা সৌন্দর্যে বিশেষ মাত্রা যোগ করবে। আবার বিটরুট ও গাজরের রস একসঙ্গে মিশিয়েও ঠোঁটে লাগাতে পারেন। ভালো ফল পাবেন। মধু বাহ্যিক কারণে ঠোঁটের রং কালচে হয়ে গেলে তা ঠিক করতে মধু বেশ কার্যকর। রাতে ঘুমানোর আগে ঠোঁটে মধু মেখে ঘুমানো যেতে পারে। এতে সারারাত ঠোঁটের নমনীয়তা বজায় থাকে। তাই ঠোঁটের কালচেভাব দূর হয় এবং ঠোঁটে গোলাপিভাব যুক্ত হয়। অলিভ তেল অলিভ তেলে রয়েছে ভিটামিনসহ নানারকম খনিজ উপাদান। প্রতিদিন ঘুমানোর সময় ঠোঁটে অলিভ অয়েল লাগিয়ে ঘুমালে ঠোঁট কোমল হয়। ঘরোয়া লিপবাম গোলাপি ঠোঁটের জন্য ঘরোয়া উপায়েই তৈরি করা যায় লিপবাম। দুই চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চামচ স্ট্রবেরি মিশিয়ে একটি লিপবাম তৈরি করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারে উপকার পাওয়া যাবে।
0 Comments