রাতে ঘুমানোর আগে
যে
কাজগুলো করলে আমাদের ভালো ও শান্তিপূর্ণ ঘুম হবে
আপনি ক্লান্ত, লম্বা একটা ঘুম দেবার জন্য শুয়ে পড়লেন বিছানায়। কিন্তু ঘুম কিছুতেই আসছে না । বহু লোকেরই এ সমস্যা হয়েছে কোন না কোন সময়। সুতরাং প্রশ্ন হলো, কীভাবে নিজের মনকে চাপমুক্ত করে চমৎকার ঘুমের জন্য নিজেকে তৈরি করা যায়?
এটা কিন্তু খুব কঠিন কিছু নয়। ঘুমোতে যাবার কিছু নিয়ম-কানুন আছে যা সবাই শিখে নিতে পারে।
১. ঘুমের আগে মৃদু
গরম পানিতে গোসল করা
যেতে পারে।
২. ঘুমের আগে ঘরের সব বাতি নিভিয়ে হালকা আলোতে বই পড়া যেতে পারে।
৩. প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। চিকিৎসকেরা বলেন, রাত ১০-১১টার মধ্যে ঘুমাতে গেলে পরিপূর্ণভাবে ঘুমানো যায়।
৪. স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন। ঘুমানোর এক ঘণ্টা আগে রাতের খাবার খান।
৫. ঘুমানোর সময় সাধারণত শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাই ঘুমানোর কক্ষটির তাপমাত্রা ঠান্ডা রাখা উচিত।
৬. ঘুমানোর আগে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি অর্থাৎ মুঠোফোন, ট্যাব ইত্যাদি দূরে রাখুন।
৭. বেশ কিছুক্ষণ আগে হালকা ব্যায়াম অথবা মেডিটেশন করা যেতে পারে।
২. ঘুমের আগে ঘরের সব বাতি নিভিয়ে হালকা আলোতে বই পড়া যেতে পারে।
৩. প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। চিকিৎসকেরা বলেন, রাত ১০-১১টার মধ্যে ঘুমাতে গেলে পরিপূর্ণভাবে ঘুমানো যায়।
৪. স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন। ঘুমানোর এক ঘণ্টা আগে রাতের খাবার খান।
৫. ঘুমানোর সময় সাধারণত শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাই ঘুমানোর কক্ষটির তাপমাত্রা ঠান্ডা রাখা উচিত।
৬. ঘুমানোর আগে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি অর্থাৎ মুঠোফোন, ট্যাব ইত্যাদি দূরে রাখুন।
৭. বেশ কিছুক্ষণ আগে হালকা ব্যায়াম অথবা মেডিটেশন করা যেতে পারে।
রাতে ঘুমানোর আগে
যে
কাজগুলো করলে আমাদের ঘুমে বেঘাত ঘটে তাই ভুলেও করবেন
না
সেই কাজগুলো
সভ্যতা
যত আধুনিক হচ্ছে, মানুষের
লাইফস্টাইল ততো বদলাচ্ছে।
এখনকার দিনে বহু মানুষই
নিদ্রাহীনতায় ভোগেন। এর
ফলে নানা রকম শারীরিক
সমস্যাও দেখা দেয়।
রাত্রে শোয়ার আগে বিশেষ
কয়েকটি কাজ না করলেই
ঘুমের সমস্যার হাত থেকে মুক্তি
পাবেন। সেগুলি
কী কী কাজ? আসুন, আজ
আমরা তা জেনে নিই;
১. রাতে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাবেন না। তাতে
গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এর
ফলে ঘুমেরও বিঘ্ন ঘটে।
২. শোবার আগে মিন্ট
ফ্লেভারযুক্ত টুথপেস্টে দাঁত মাজা উচিত
নয়। এতে
ঘুমের ব্যাঘাত ঘটে। সাধারণ
টুথপেস্ট ব্যবহার করুন।
৩. শুয়ে বিছানায় বই
পড়া ভালো অভ্যাস, কিন্তু
খুব রোমাঞ্চকর কোনো গল্প বা
উপন্যাস থেকে বিরত থাকতে
হবে।
৪. চা-কফি খাবেন
না। এই
সমস্ত পানীয়তে যে ক্যাফিন থাকে,
তা ঘুম আসার পথে
বাধা সৃষ্টি করে।
৫. ঠান্ডা জল দিয়ে
গোসল করবেন না।
যদি শোবার আগে গোসল
করার অভ্যাস থাকে, তাহলে
হালকা গরম জল দিয়ে
গোসল করুন।
৬. ধূমপান
করবেন না। ধূমপান
যে
নিকোটিন থাকে, তা ঘুম
আসতে বাধা দেয়।
৭. বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার
করবেন না। মোবাইল
থেকে যে নীল আলো
বিচ্ছুরিত হয়, তা ঘুম
আসার পথে অসুবিধা সৃষ্টি
করে।
৮. মদ্যপান করবেন না।
রাতে শোবার ঠিক আগে
মদপান না করাই ভালো।
9.ঘুমানোর আগে বিকেল পাঁচটার
পর কফি, চকলেট অর্থাৎ
ক্যাফেইন-জাতীয় খাবার ও
চা পান করবেন না। তবে
দুধ পান করা যেতে
পারে।
10. সব ধরনের মাদক গ্রহণ থেকে দূরে থাকুন।
11. চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাবেন না।
12. শোয়ার ঘরে একগাদা জিনিস রাখবেন না।
13. দিনে না ঘুমানোই ভালো, তবে খুব ক্লান্ত থাকলে অল্প সময়ের জন্য ঘুমানো যেতে পারে।
10. সব ধরনের মাদক গ্রহণ থেকে দূরে থাকুন।
11. চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাবেন না।
12. শোয়ার ঘরে একগাদা জিনিস রাখবেন না।
13. দিনে না ঘুমানোই ভালো, তবে খুব ক্লান্ত থাকলে অল্প সময়ের জন্য ঘুমানো যেতে পারে।
14. ঘুমের আগে কোনো
বিষয় নিয়ে চিন্তা না
করাই ভালো।
0 Comments