ভেজা অশ্রু চোখে জমা কষ্ট রাশি রাশি,,,
দু:খই হলো এখন আমার একমাত্র সাথি,,,
খুজবনা আর কখনই সুখের ঠিকানা,,,,
তাই বলে যে আমি ভালনাই এমনটা ভেবনা,,,,
তোমাকে হারিয়ে আমি মরে গেছি তাতো নয়,,,
বেচেঁ আছি আমি ভালো আছি ,, বেশ আছি,,,,
তবুও যেন কোন এক কোনে হাহাকার চেপে রয়,,,,,
দেখতে দেখতে পার হয়ে গেল একটি বছর
আজও আমি শুনতে পাই তোমার কন্ঠস্বর,,,,
হৃদয়হীনা তুমি বড়ই সার্থপর,,,,
তবুও কেন কম হয়না তোমার প্রতি আদর,,,,
এত কিছুর মাঝে আমি কেন আজ্ও এমন আছি,,,
বলতে পারও কেন আজও আমি এত ভালবাসি,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
(আনমল)
দু:খই হলো এখন আমার একমাত্র সাথি,,,
খুজবনা আর কখনই সুখের ঠিকানা,,,,
তাই বলে যে আমি ভালনাই এমনটা ভেবনা,,,,
তোমাকে হারিয়ে আমি মরে গেছি তাতো নয়,,,
বেচেঁ আছি আমি ভালো আছি ,, বেশ আছি,,,,
তবুও যেন কোন এক কোনে হাহাকার চেপে রয়,,,,,
দেখতে দেখতে পার হয়ে গেল একটি বছর
আজও আমি শুনতে পাই তোমার কন্ঠস্বর,,,,
হৃদয়হীনা তুমি বড়ই সার্থপর,,,,
তবুও কেন কম হয়না তোমার প্রতি আদর,,,,
এত কিছুর মাঝে আমি কেন আজ্ও এমন আছি,,,
বলতে পারও কেন আজও আমি এত ভালবাসি,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
(আনমল)
0 Comments